সুফিয়ান আহমদ নিজস্ব প্রতিনিধি...সিলেটের মদনমোহন
কলেজের অপহৃত
ছাত্রী নাসরিনকে
বিয়ানীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার
দিবাগত রাত
সাড়ে ১২টার
দিকে বিয়ানীবাজার
উপজেলার তিলপাড়া
ইউনিয়নের বিলেরপাড়
গ্রাম থেকে
তাকে উদ্ধার
করা হয়। উদ্ধারের
পর অপহৃত
নাসরিনকে স্থানীয়
চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়।
বর্তমানে সে
কোতোয়ালী থানার
পুলিশ হেফাজতে
রয়েছে বলে
জানা গেছে। উল্লেখ্য,গত সোমবার
সকাল ৯টায়
মদনমোহন কলেজের
হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী
নাসরিনকে অপহরন
করে দুর্বৃত্তরা। ওই
দিন রাতে
সিলেট কোতোয়ালী
মডেল থানায়
একটি সাধারণ
ডায়েরি করেন
নাসরিনের ভাই
সেলিম।
এরপর বুধবার
সেলিম বাদি
হয়ে কোতোয়ালী
থানায়
৩ জনকে
আসামী করে
একটি মামলা
দায়ের করেন। মামলার ভিত্তিতে কোতোয়ালি
থানা পুলিশ
দুপুর ১টার
সময় জিন্দাবাজার
এলাকা থেকে
এজাহারভুক্ত আসামী শরীফ আহমদকে গ্রেপ্তার
করে।
পরে দক্ষিন
সুরমার সিলাম
থেকে অপর
আরেকজনকে গ্রেপ্তার
করে পুলিশ। ওই
দুজনকে জিজ্ঞাসাবাদ
করে তথ্যের
ভিত্তিতে বুধবার
বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে অভিযান
চালিয়ে দিবাগত
রাত সাড়ে
১২টার দিকে
নাসরিনকে উদ্ধার
করে পুলিশ। এর
আগে পুলিশ
বিয়ানীবাজার অভিযানে যাচ্ছে খবর পেয়ে
নাসরিনকে তিলপাড়া
ইউনিয়নের বিলেরপাড়
গ্রামের একটি
রাস্থায় ফেলে
রেখে পালিয়ে
যায় অপহরণকারী
। নাসরিন আক্তার মদন মোহন
কলেজে লেখাপড়ার
করার সুবাদে
সিলেট নগরীর
দাড়িয়াপাড়ায় বসবাস করতেন। নাসরিনসহ
৪ জন
ছাত্রী মেচ
করে থাকতেন
সেখানে।
সোমবার সকাল
৯টার দিকে
পরীক্ষা দেয়ার
জন্য নাসরিন
ও তার
মেচের আরেকজন
ছাত্রী বাসা
থেকে বের
হন।
ঠিক ওই
সময় বাসার
নিচে একটি
সিএনজি রাখা
ছিলো।
সিএনজিতে ৪-৫ জন যুবক ছিল। নাসরিন
ও তার
বান্ধবী বাসার
নিচে নামার
সঙ্গে সঙ্গে
সিএনজিতে থাকা
যুবকরা নাসরিনকে
সিএনজিতে তুলে
নেয়।
পরে কিছু
দূরে রাখা
একটি মাইক্রোবাসে
তুলে নিয়ে
যায় দুর্র্বত্তরা। এ
সময় নাসরিনের
সঙ্গে থাকা
ছাত্রী সিএনজির
নাম্বার (সিলেট
ট-১২-৭৪৯৫) মূখস্ত
করে ফেলে। ।
পরে মঙ্গলবার
ওই সিএনজির
চালকসহ সিএনজিকে
আটক করে
পুলিশ। এ
ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল
কালাম আজাদ।