তার ডাগরডাগর চোখের চাহনি কেড়ে নিয়েছে হাজারো পুরুষের হৃদয়। যার একঝলক দেখলে মনে হয় এই বুঝি দেখলাম কোন এক ডানা কাটা পরী। কথা হচ্ছে বাংলাদেশের বিনোদন জগতের এসময়ের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিমকে নিয়ে। আসুন দেখি মিমের অসাধারণ কিছু ছবি, যা এতকালের দেখা মিম সম্পর্কে আপনার ধারণা একদম বদলে দেবে!
সাধারন পোশাকে মিষ্টি মিম । |
খুব অল্প সময়ে নিজের অভিনয় দক্ষতা এবং মিডিয়া উপস্থিতি দিয়ে কোটি কোটি ভক্তের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন তিনি। এই রূপসী নায়িকা- মডেলকে ঘিরে তাই ভক্তদের আগ্রহের শেষ নেই। আর তাই বিদ্যা সিনহা সাহা মিমের কিছু আবেদনময়ি ছবি নিয়ে হাজির হলাম আপনার সামনে।