এসবিএন ডেস্ক : গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় নিহতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫। এছাড়াও আহত হয়েছে অন্তত ১৫০০ জন বেসামরিক লোক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরাইলী সৈন্যরা এখন ফিলিস্তিনের হামাস নেতাদের বাড়ী-ঘর লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলী বাহিনীর অব্যাহত বোমা হামলায় বুধবার সকালেও অন্তত ৭জনের মৃত্যু হয়েছে। হামলা হামাসের রাজনৈতিক নেতা মোহাম্মদ জাহেরের বাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। গাজার স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা এপিকে জানায়, ইসরাইলী বাহিনী গাজায় হামাসের অন্তত ৩০জন সিনিয়র নেতার বাড়ি টার্গেট করেছে। যেখানে মোহাম্মদ জাহের, জামিল শান্তি, ফতেহ হামাস এবং ইসমাঈল আসকারের মতো সিনিয়র নেতারা রয়েছেন। এদের মধ্যে জাহের হচ্ছে ২০০৭ সালে হামাসের উত্থানের গুরুত্বপূর্ণ নেতা। যিনি ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন।তবে ইসরাইলী বর্বর হামলা শুরুর আগেই বেশিরভাগ হামাস নেতা আত্মগোপনে চলে গেছেন।মূলত হামাস ২০০৭ সাল থেকে গাজা এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। সেখানে মিসরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি চুক্তি হলেও তা অপমানজনক দাবি করে মেনে নেয়নি হামাস। কিন্তু গতকাল মঙ্গলবার ইসরাইল তার চুক্তি ভঙ্গ করে পুনরায় হামলা শুরু করে।সর্বশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে সেখানে অন্তত ২০৫ জন ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১৫০০ জন।