সুফিয়ান আহমদ বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে এক
ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয়
দেখিয়ে লাখ
টাকা ছিনতাই
করে নিয়েছে
দূর্বৃত্তরা । গত
রবিবার রাত
সাড়ে ১০
টার দিকে
মুড়িয়া ইউনিয়নের
কোনাগ্রামে এ ঘটনা ঘটে।
মাত্র এক
সপ্তাহের ব্যবধানে
দু’টি
ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ
বিরাজ করছে। পুলিশ
জানায়, বিয়ানীবাজার
পৌরশহর থেকে
দোকান বন্ধ
করে বাড়ী
যাওয়ার পথে
জামান প্লাজার
শাপলা ইলেকটনিক্স
এর স্বত্তাধিকারী
সাহিদুর রহমান
সাহেদ (২৭)
কোনাগ্রাম এলাকায় পৌছলে ছিনতাইকারীদের কবলে
পড়েন।
এ সময়
৬-৭
জনের ছিনতাইকারী
দল ওই
ব্যাবসায়ীর গতিরোধ করে তার সাথে
থাকা নগদ
৮৮ হাজার
টাকা ছিনিয়ে
নেয়।
এ ঘটনায়
৬ জনের
নাম উল্লেখ
করে মামলা
দায়ের করা
হয়েছে।
মামলার আসামীরা
হলেন, সমজিদ
আলীর পুত্র
রাজু (২০), জয়নাল
আবেদীনের পুত্র
রাজন (২২),
আলা উদ্দিনের
পুত্র হাসান
(২১), আব্দুস
শুকুরের পুত্র
ফাহাদ, আবুল
কালামের পুত্র
সৌরভ (২০)
ও সাহাব
উদ্দিনের পুত্র
সরওয়ার (২১)। মামলার
তদন্তকারী কর্মকর্তা এসআই জহির মিয়া
জানান, আসামীদের
গ্রেফতারে অভিযান চলছে। গত
সপ্তাহে পৌরশহরের
খাসাড়ীপাড়া থেকে পুলিশের পোষাক পরে
সালমান হোসেন
(৩৩) নামের
এক টেলিকম
ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ
ছিনতাই করে
নেয় দূর্বৃত্তরা। এ
ঘটনায় এখনো
পর্যন্ত কাউকে
গ্রেফতার করতে
পারেনি পুলিশ। এদিকে
গতকাল রাতে
পূর্ব শত্র“তার জের
ধরে কুড়ারবাজার
ইউনিয়নের খশিরবন্দ
হাতিটিলায় বসত বাড়ীতে হামলা করে
রাসেল (১৮)
নামের এক
যুবককে মারধর
করা হয়। এ
ঘটনায় তার
পিতা ছফর
উদ্দিন বাদী
হয়ে ৬
জনের নাম
উল্লেখ করে
বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন। মামলার
আসামীরা হলেন
মুত জছির
আলীর পুত্র
মুজিবুর রহমান,
মৃত নূর
উদ্দিনের পুত্র
মুক্তা মিয়া,
আব্দুস সাত্তারের
পুত্র লিটন,
বাবুল মিয়ার
পুত্র রানা,
মঈন উদ্দিনের
পুত্র আব্দুর
রহমান এবং
সাগাই মিয়ার
পুত্র হাসান।