Latest News

ফ্রান্সে পবিত্র শবে কদর পালন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারে ওয়াজ মাহফিল



মো লুৎফুর রহমান বাবু ফ্রান্স : গত শে জুলাই ফ্রান্সের প্যারিসে  বাংলাদেশর মুসলিম কমিউনিটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ইবাদতের মাধ্যমে পবিত্র শবে কদর পালন করেছে।এ উপলক্ষ্যে বাংলাদেশ অধ্যুষিত মসজিদ গুলোতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।শবে কদর উপলক্ষ্যে দুরদুরান্তের বাংলাদেশী মুসল্লিদের ট্রেন,ট্রাম বাসে করে মসজিদগুলোতে আসতে দেখাগেছে।ইউরোপের মাটিতে মসজিদগুলোতে  হাজার মুসল্লিদের  উপস্থিতে পবিত্র শব কদর পালন অন্যধরনের আবহ তৈরী করে। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ইসলামি সেন্টারের পক্ষ থেকে মুসল্লিদের জন্য ইফতারি সেহরির খাবারসহ বিশেষ ব্যবস্থা  নেয়া হয়।মহিলাদের জন্যও ছিল অনুরুপ ব্যবস্থা।বিপুল সং্খ্যক মহিলাও এতে অংশ গ্রহন করেন।অবশ্য তাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। রাতে শবে কদরের গুরুত্ত্ব তাৎপর্য সম্পর্কে মুল্যবান ওয়াজ করেন লন্ডন ইষ্ট মসজিদের ইমাম আব্দুল মুমিন।তিনি বলেন- মহিমান্বিত রজনি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক বড় সূযোগ। আমরা সবাই যেন সূযোগটি নেই।তিনি সবাইকে আহবান করেন ইসলাম থেকে শিক্ষা নিয়ে সবাই যেন সুন্দরভাবে জীবন পরিচালনা করেন।এসময় মসজিদ সম্প্রসারণের জন্য পাশে নতুন রুম ক্রয়ের জন্য মুসল্লিদের কাছ থেকে আর্থিক অনুদানের জন্য আহবান করা হলে ব্যাপক সাড়া পাওয়া যায়। শবে কদরে আসা একজন মুসল্লি বলেন,"অনেক দুর থেকে এসেছি শব কদর বিষয়ে জানা সবার সাথে মিলে ইবাদত  করার জন্য।" সুষ্ট ব্যবস্থাপনা  আয়োজন সম্পর্কে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ইসলামি সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম (সালাউদ্দিন আলি) বলেন, সবার সহযোগীতার কারনে সুষ্ট ব্যবস্থাপনা সম্ভব হয়।আশা করছি আল্লাহ্ ইচ্ছায় এবং সবার আর্থিক সহযোগীতায় নতুন রুম নিতে পারব। এতে অন্যান্যদের মত উপস্থিত ছিলেন-হাবিবুর রহমান খান, মান্নান আজাদ ,জালাল আহমেদ, কামরুল ইসলাম  প্রমুখ। বাংলাদেশ অধ্যুষিত  অভারভিলার ক্যাথসিমার অপর মসজিদেও উপলক্ষ্যে মিলাদ মাহফিল' আয়োজন করা হয়।এতেও উপচে পড়া মুসল্লির উপস্থিতি ছিল

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com