বার্মিংহামে বাংলা কাগজ এর ইফতার মাহফিল ২২ জুলাই
এসবিএন ডেস্ক: বৃটেন, স্পেন ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত বাংলা কাগজ এর উদ্যোগে আগামী ২২ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ’রোজায় ধার্মিক ও শারীরিক উপকার’ শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ইসলামিক নাশিদও পরিবেশন হবে। বার্মিংহামের পেরীবারের রয়েল স্যুটে অনুষ্ঠিত হতে যাওয়া এ ইফতার মাহফিলে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। বাংলা কাগজ এর এ ইফতার মাহফিলে বৃটিশ এমপি, কাউন্সিলরসহ মূলধারার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বার্মিংহামের বাঙালী কমিউনিটির সর্বস্থরের বাঙালীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলা কাগজের বার্মিংহাম ব্যুরো প্রধান জয়নাল ইসলাম।
বার্মিংহামে বাংলা কাগজ এর ইফতার মাহফিল ২২ জুলাই
Reviewed by spain bangla news
on
July 19, 2014
Rating: 5
