Latest News

রংপুরে দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

এসবিএন ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী চাল ব্যবসায়ী ইলিয়াছ মিয়া। বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘাতক স্বামীকে আটক এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- প্রথম স্ত্রী মমেনা বেগম (৪০) এবং দ্বিতীয় স্ত্রী মোকছুদা বেগমকে (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে চাল ব্যবসায়ী ইলিয়াছ মিয়া (৫০) প্রথমে দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানের জননী মকছুদা বেগমকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রথম স্ত্রী ও তিন সন্তানের জননী মমেনা বেগম বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ইলিয়াছ। পরে এলাকাবাসী জানতে পেরে ঘাতক স্বামী ইলিয়াছকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com