Latest News

মিডল্যান্ডসে ২২ টি বাংলাদেশী রেষ্টুরেন্ট এবং ২জন কমিউনিটি ব্যক্তিত্বকে এওয়ার্ড প্রদান

এসবিএন ডেস্ক: মিডল্যান্ডসে বাংলাদেশী রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন দি গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্স ২২ টি বাংলাদেশী স্বনামধন্য রেষ্টুরেন্টকে ‘‘দি গিল্ড অফ রেষ্টুরার্স  এক্্েরলেন্স  এওয়ার্ড’’ এবং কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখায় দু‘জন কমিউনিটি ব্যক্তিত্বকে ‘‘কমিউনিটি এওয়ার্ড’’ প্রদান করেছে। ২৯ জুন মিডল্যান্ডসের ওয়ালসলের সিটি কাউন্সিল হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এসব এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মিডল্যান্ডস ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকে বাঙালী কমিউনিটির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ,ক্যাটারিং ব্যবসায়ীরাসহ মূলধারার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দি গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুর্রাস এর সভাপতি ঈমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল শহীদের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে মিডল্যান্ডসের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ২২ টি রেষ্টুরেন্টকে ‘‘দি গিল্ড অফ রেষ্টুরার্স  এক্্েরলেন্স  এওয়ার্ড’’ প্রদান করা হয়। মঞ্চে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ এই ২২ টি রেষ্টুরেন্টের স্বত্বাধীকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই এওয়ার্ড তুলে দেন ওয়ালসলের মেয়র কাউন্সিলর পেট স্মিথ,টিভি তারকা ও শেলিব্রেটি শেফ রাসটি লী,বাার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার ফয়ছল আহমেদ,ব্রিটিশি ক্বারী এওয়ার্ডের প্রবক্তা এনাম আলী এমবিই,বার্মিংহাম সিটি কাউন্সিলের লীডার অফ কনজারভেটিভ গ্রুপ কাউন্সিলর রবার্ট আলডেন প্রমূখ। এছাড়া কমিউনিটির উন্নয়নে নানাভাবে কাজ করার স্বীকৃতি এবং কমিউনিটির কাজে অন্যান্যদের উৎসাহিত করার লক্ষ্যে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলাহাজ্ব নাসির আহমেদ ও ব্রাক সাজন এর চীফ এক্্িরকিউটিভ আব্দুস সালামকে কমিউনিটি এওয়ার্ড প্রদান করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,বাংলাদেশী বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই, রাজনগর গ্রুপের চেয়ারম্যান ডঃ এম জি মৌলা মিয়া সিআইপি,বাঙালী কাউন্সিলর নওয়াজ আলী প্রমূখ ও দি গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্স এর নেতৃবৃন্দ। বক্তারা সকলেই ক্বারী ইন্ডাস্টির সার্বিক উন্নয়নে দি গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্স এর বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com