Latest News

বিএনপি'র আন্দোলন নিয়ে চিন্তিত নয় আ. লীগ


এসবিএন ডেস্ক  : দীর্ঘদিন কোনো কর্মসূচি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে আওয়ামী লীগে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী-সমর্থকহীন কর্মসূচি পর কেন্দ্রীয় সংগঠনে চলছে নানা আলোচনা-সমালোচনা আসছে ঈদ-উল-ফিতরের পূর্বে বড় ধরণের কোনো কর্মসূচিতেও যাচ্ছে না আওয়ামী লীগ তবে মূল দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি না থাকলেও বিভিন্ন ইস্যুতে রাজপথে সক্রিয় রয়েছে যুবলীগ ঈদ-উল-ফিতরের পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি পালন করার যে ঘোষণা দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষমতাসীন দল চিন্তিত নয় উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, বিএনপি সব সময়ই আন্দোলনের হুমকি-ধামকি দিয়ে থাকে এটা বিএনপি অভ্যাসে পরিণত হয়েছে ২০ দলের আন্দোলনের মোকাবেলায় আওয়ামী লীগ এখনো কোনো কর্মসূচি গ্রহণ করেনি উল্লেখ করে আওয়ামী লীগের ওই নেতা বলেন, আওয়ামী লীগ আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছে না এটি জনগণের দল জনগণের ইচ্ছা প্রয়োজনেই কর্মসূচি দিবে তার দল এদিকে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগ ঈদ, কোরবানীসহ বিশেষ বিশেষ কোনো ইস্যুতে কর্মসূচি দিতে অভ্যস্থ নয় এটি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল দলের নেতা-কর্মীরা জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করেই আন্দোলনে যায় ঈদের পর বিএনপি কঠোর কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াপনা উল্লেখ করে আওয়ামী লীগের নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতি ঈদের পরই সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়ে থাকেন আন্দোলনও করেন কিন্তু ওই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকায় তাতে সফলতা আসে না বিএনপি আন্দোলনের ইস্যুর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে এডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি আন্দোলনের শক্তির ব্যাপারে আওয়ামী লীগ, সরকার জনগণের জানা আছে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com