Latest News

বিয়ানীবাজারে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে পথশিশুদের মধ্যে বস্ত্র বিতরণ



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার সরকারী (অনার্স) কলেজের ডিগ্রী ৩য় ও ৪র্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে পথশিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি ও পথশিশুদের মুখে হাসি ফুটানোর জন্যই তাদের এ আয়োজন। শুক্রবার বিকেল ৩টায় বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত বস্ত্র বিতরণের এ মহতি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। আইকননামক ব্যতিক্রমধর্মী মানবসেবা মুলক এ সংগঠনের উদ্যোক্তা মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও এবিএস সিদ্দিকের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক মাছুম আহমদ,বেলাল আহমদ, জায়েদ নয়ন, রুহুল আলম রানা, কাওছার আহমদ সাজু, আমিন উদ্দিন,জিয়াউর রহমান, লোকমান হোসেন,সৌরভ পাল,সানাউল হক, অনির্বাণ চন্দ্র পল্লব,সুমন আহমদ, জাহেদ আহমদ, রিপন আহমদ,হাসান সোহেল প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com