এসবিএন : সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান একটি তদন্ত কাজে প্রভাব খাটানোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে প্যারিসের নিকটবর্তী নাঁতেয়েত আটকে রাখা হয়েছে।
অভিযোগ উঠেছিল ২০০৭ সালের নির্বাচনে সারকোজির প্রচারণায় অর্থায়ন করেছেন লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফি। এই অভিযোগের তদন্ত কাজে প্রভাব খাটিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে সারকোজির বিরুদ্ধে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্যই সারকোজিকে আটক করা হয়েছ। এ ঘটনায় দুই বিচারক ও তার আইনজীবী থিয়েরি হারজগকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ
ঘটনায় দোষী প্রমাণিত হলে ২০১৭ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজির প্রতিদ্বন্দ্বিতা প্রশ্নের মুখে পড়বে। তবে এখন পর্যন্ত সারকোজির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। দেশটির আইন অনুযায়ী নির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আটকে রাখতে পারে। এর আগে ২০০৭ সালের নির্বাচনে জয় লাভ করে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলনে সারকোজি।