এসবিএন ডেস্ক : সিলেটে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন আব্দুল হক কচি নামের এক কর্মী। সোমবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক কচি নেত্রকোনার ছাগলী গ্রামের ঝনজু মিয়ার ছেলে। সে সিলেটের মদিনা মার্কেট এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে সিনিয়র-জুনিয়র নিয়ে পূর্ব-বিরোধের দ্বন্দ্বের জেরে মদিনা মার্কেট এলাকার ছাত্রলীগ কর্মী তারেক, রুবেল, জনি, হাসান ও সুমনের নেতৃত্বে কয়েকজন আব্দুল হকের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আব্দুল হকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।জালালাবাদ থানার ওসি গৌসুল হক সংঘর্ষে নিহত হবার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের লাশ এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।