Latest News

হিজাব পরলে চলবে না, মুখ দেখাতে হবে : সমাজ কল্যাণমন্ত্রী



এসবিএন ডেস্ক. সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন নারীকে বিভিন্ন গুণে গুণান্বীত হতে হবে, তবেই সমাজ তাকে শ্রদ্ধা করবে মুখ দেখাতে হবে, হিজাব পড়লে চলবেনা সাহস দেখাতে হবে শিক্ষিত হতে হবে তবেই সমাজ এগিয়ে যাবে নারী সমাজ এগিয়ে যাবে মঙ্গলবার দুপুরে ১৫ জুলাই জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন মৌলভীবাজার মহিলা সংস্থার সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্য শুরুতে নিজের মায়ের স্মৃতিচারণ করে বলেন একজন মা সন্তানের জন্য কতনা কষ্ট করেন তিনি আরো বলেন, একজন মা সন্তানকে ভাল স্কুলে ভর্তি করানোর জন্য কতস্থানে দৌড়াদৌড়ি করেন কিন্তু সন্তানরা যখন মাকে বা বাবাকে কষ্টদেয় তখন খুব কষ্ট লাগে আজকের যারা তরুণী বা যুবতী তারাই আগামী দিনের মা তাই এই মাকেও বিভিন্ন গুণেগুনান্বিত হয়ে গড়ে উঠতে হবে শিক্ষিত হতে হবে সাহসী হতে হবে একজন ঘুষি মারলে পাল্টা ঘুষি মারতে শিখতে হবে তিনি বলেন, হিজাব পড়ে জামায়াতে ইসলামীর মতো কাজ করলে চলবে না মুখ দেখাতে হবে তবেই সমাজ শ্রদ্ধা করবে বোরকা পড়ে আকাম কু-কাম করার শেষ নেই উপস্থিত তরুণী যুবকদের প্রতি দৃষ্টিপাত করে তিনি আরো বলেন, আমি (নিজে) প্রেম করে বিয়ে করিনি প্রেম করলে সময় নষ্ট হয় পরিবারের মতামতের ভিত্তিতে বিয়ে-বন্ধন মজবুত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি তার বক্তব্যে বলেন নারীদের এগিয়ে না যাওয়ার পিছনে থাকে একজন পুুরুষ এই পুরুষ নারীকে সাহায্য করলেই নারীরা এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে নারী-পুরুষ সমান তালে কাজ না করলে আমরা পিছিয়ে থাকবো দেশের লোক সংখ্যার ৫১ ভাগ নারী এই নারী এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com