শাহরুখ খান ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার পেলেন
এসবিএন ডেস্ক. ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, নাইট অফ দ্য লিজিয়ন অব অনার পেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস মুম্বাই সফরে এসে মঙ্গলবার শাহরুখের হাতে এই পুরস্কার তুলে দেন৷বিশ্বের সাংস্কৃতিক বৈচিত্রে শাহরুখের অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই পুরস্কার দেওয়া হল। তাজ মহল প্যালেস হোটেলে একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শাহরুখের আগে ভারতীয় বিনোদন জগত থেকে এই পুরস্কার পেয়েছেন সত্যজিত্ রায়, অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, রবি শঙ্কর, আদুর গোপালকৃষ্ণণ, শাজি করুণ, শিবাজি গণেশন-সহ একাধিক কৃতি৷ পরিচালকদের হয়ে এই পুরস্কার গ্রহণ করছেন বলে জানিয়েছেন শাহরুখ৷ তাঁর অভিনয় জীবনে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কারই পেয়েছেন তিনি৷ ফ্রান্সের এই পুরস্কার তাঁর মুকুটে যোগ করল নতুন পালক৷ কিং খান বলেছেন, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা মনে করিয়ে দেয় যে চলার পথটা সঠিক। এই পুরস্কার প্রাপ্তি এমনই একটা গর্বের মুহূর্ত। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী শাহরুখকে এই পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, ১৮০২ সালে এই পুরস্কার চালু করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট।
শাহরুখ খান ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার পেলেন
Reviewed by spain bangla news
on
July 03, 2014
Rating: 5
