গত ১৩ জুলাই গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাভাপতি আল মামুন, ১২ জুলাই মৌলভীবাজার জেলা বাসী মোসল্লীদের ইফতার করান। এর পুর্বে মওলানা আসাদুজ্জামান রাজ্জাক ও সাংবাদিক সেলিম আলম ব্যক্তিগত ভাবে মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেন।
মাদ্রিদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল
সেলিম আলম , মাদ্রিদ : মাদ্রিদে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েসের মসজিদে ইফতার মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। গত ১৪ জুলাই গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বাংলাদেশী দ্বারা পরিচালিত মসজিদ ’বায়তুল মোকাররাম’ ও নব প্রতিষ্টিত ’শাহজালাল লতিফিয়া সেন্টারে’ অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় ৮০০ মোসল্লী অংশ গ্রহন করেন। এ সময় কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন, সাংবাদিক বকুল খান, জিদ্দি চৌধুরী, একেএম জহিরুল ইসলাম, এইচএম দবির তালুকদার, তরুন সংগঠক দিদারুল কারিম, হুমায়ুন কবির রিগ্যান, আব্দুল কায়ুম সেলিম, সোহেল আহমেদ সামসু, ফয়সল ইসলাম, আবু জাফর রাসেল প্রমুখ। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত মোসল্লীয়ানদের আন্তরিক মোবারকবাদ জানান সংগঠনের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক সিপার আহমেদ।
গত ১৩ জুলাই গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাভাপতি আল মামুন, ১২ জুলাই মৌলভীবাজার জেলা বাসী মোসল্লীদের ইফতার করান। এর পুর্বে মওলানা আসাদুজ্জামান রাজ্জাক ও সাংবাদিক সেলিম আলম ব্যক্তিগত ভাবে মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেন।
গত ১৩ জুলাই গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাভাপতি আল মামুন, ১২ জুলাই মৌলভীবাজার জেলা বাসী মোসল্লীদের ইফতার করান। এর পুর্বে মওলানা আসাদুজ্জামান রাজ্জাক ও সাংবাদিক সেলিম আলম ব্যক্তিগত ভাবে মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেন।
মাদ্রিদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল
Reviewed by spain bangla news
on
July 15, 2014
Rating: 5