Latest News

পৃথিবী নয়, রাজনীতি থেকে খালেদাকে বিদায় করার কথা বলেছি: তথ্যমন্ত্রী

এসবিএন ডেস্ক .  জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমি খালেদা জিয়াকে পৃথিবী থেকে নয়, রাজনীতি থেকে বিদায় করার কথা বলেছি। তিনি বলেন, আমার বক্তব্যে হত্যা শব্দটি ব্যবহার করিনি, এটা সত্য নয়।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমপ্রতি তথ্যমন্ত্রী এক আলোচনাসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন বলে দলটির নেতারা অভিযোগ করেন। এর জবাব দিতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইনু বলেন, তিনি (খালেদা জিয়া) হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম নিয়ে রাজনীতি করলে জনগণই তাকে বিদায় করবেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা করতে চেয়েছিলেন। তাই প্রতিপক্ষকে পৃথিবী থেকে বিদায় জানানোর রাজনীতি বিএনপি করে। তারা প্রতিপক্ষকে ঘায়েল করে রাজনীতি করতে চায়। আমরা এটা করি না।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com