ইসলামী ফোরাম অব ইউরোপ ইন স্পেন এর উদ্যোগে গত ১৮ জুলাই মাদ্রিদে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সম্মানে ইফতার মাহফিল এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তারা এ কথাগুলো বলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মিনিষ্ট্রি অব জাস্টিস এর উচ্চ পদস্থ কর্মকর্তা ফেরনান্দো আরিয়াস কাঙা, ইউনিয়ন ইসলামিক অব স্পেইন এর কো-অর্ডিনেটর মো: আজনা দেল ওয়াফি, ্এসোসিয়েশন সাঈদ মুরসী তার্কি(মাদ্রাসা) এর প্রেসিডেন্ট মো: জুসেলী ও আলফোনসো কলেজ এর সিনিয়রা পেতরা ডেলকাদো দে লোকাস । জিদ্দি চৌধুরী’র পরিচালনায় আইএফই বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফোরাম অব ইউরোপ ইন স্পেরেন সাধারন সম্পাদক নূরুল আলম।
মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন আবু তাহের ও মো: আকিব। এ সময় বিদেশী বিভিন্ন সম্প্রদায় ছাড়াও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জামাল উদ্দিন মনির, আল-মামুন, আব্দুল কাইয়ুম পংকি, কামরুজ্জামান সুন্দর, জিল্লুল আল হক, আব্দুল জলিল খান, ফজলে এলাহী , মাসুদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শেষে বিদেশীদের মাঝে পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন ইসলামী বইপত্র বিতরন করা হয়।