Latest News

আন্দোলনের নামে জানমালের কোনো ক্ষতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী



এসবিএন ডেস্ক : আন্দোলনের নামে জানমালের কোনো ক্ষতি বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা নগরবাসী (এনবি) আয়োজিত ঈদ আনন্দ  র‍্যালিপূর্বএক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বৃহস্পতিবার তিনি সব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুক্রবার থেকে (আগস্ট মাস) পুরো দেশবাসী শোকের মাস হিসেবে পালন করবে আর এই শোকের মাসে বিএনপি আন্দোলনের কথা বলেছে তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই তিনি বলেন, আন্দোলনের নামে গত জানুয়ারির নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার তাই করবে
মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ স্বস্তি শান্তিতে আছে তাই মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে চায় যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে থাকবে তখন দেখব কার কত হিম্মত

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্না, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্তরঞ্জন দাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com