এসবিএন
ডেস্ক : চট্টগ্রাম উত্তরা জেলা
বিএনপির ইফতার পার্টিতে ককটেল
বিস্ফোরণের ঘটনায় দলের
তিনকর্মী আহত হয়েছে। তাদের নাম
পরিচয় জানা না গেলেও
একজনকে একটি বেসরকারি হাসপাতালে
ভর্তি করানো হয়েছে। রোববার সাড়ে ৬টায়
ইফতারের আগ মুহূর্তে নগরীর
পাঁচলাইশস্থ কিং অব
চিটাগাং কমিউনিটি সেন্টারের বাইরে
এ
বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতক্ষদর্শী সূত্রে জানা
যায়, সন্ধ্যায় বিএনপির ইফতার
মাহফিলে আলোচনা সভা চলাকালে
মিলনায়তনের বাইরে গাড়ি
পার্কিং এলাকায় বিকট শব্দে
ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সভাস্থলে
আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর জেলা
বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম
চৌধুরীর সঙ্গে সাবেক সভাপতি
গিয়াস কাদের চৌধুরী গ্রুপের
বিরোধের জের ধরে এ
ককটেল বিস্ফোরণ ঘটতে পারে
বলে ধারণা করা হচ্ছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আবু জাফর
ওমর ফারুক জানান, ‘সভা চলাবস্থায়
কিং অব চিটাগাংয়ের বাইরে
কে
বা
কারা ককটেলটির বিস্ফোরণ ঘটায়। বিষয়টি তদন্ত
করে দেখা হচ্ছে।’ ঘটনার সময় কিং
অব
চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান
এম
মোর্শেদ খান, আমীর খসরু
মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ
নাছির উদ্দিন, আসলাম চৌধুরী,
সৈয়দ ওয়াহিদুল আলমসহ অন্য
নেতারা উপস্থিত ছিলেন।