Latest News

বিয়ানীবাজারে সন্তানকে খুন করে নদীতে ফেলে দিয়েছে পাষন্ড পিতা

  সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার. বিয়ানীবাজারে নিজ সন্তানকে খুন করে নদীতে ফেলে দিয়েছে এক পাষন্ড পিতা। জাকির হোসেন (৮) নামের হতভাগা ওই শিশুকে গলাটিপে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি। উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা গ্রামে গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী পাষন্ড পিতা কুটিল মিয়া (৩৫) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।  এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকে বখাটে কুটিল মিয়া তার শ্যালিকাকে বিয়ের জন্য উদগ্রীব হয়ে ওঠে। এর জের ধরে সে তার স্ত্রীকে প্রায়ই মারধর করে। সোমবার রাতেও সে তার স্ত্রীকে বেদড়ক মারধর করে বসত ঘর থেকে বের করে দেয়। এ সময় বড় ছেলে জাকির কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে জাকিরকে গলাটিপে খুন করে পাশ্ববর্তী কুশিয়ারা নদীতে তার লাশ ফেলে দেয় পাষন্ড পিতা। স্থানীয় কুড়ার বাজার ইউনিয়ন চেয়ারম্যান আলকাছ আলী জানান, সন্তান খুনের দায়ে পিতাকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে এখনো লাশ পাওয়া যায়নি। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহত ছেলের মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।   

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com