Latest News

বার্মিংহামে বাংলাদেশী পাঁচটি সংগঠনের যৌথ ইফতার মাহফিল

এসবিএন ডেস্ক বার্মিংহামে বাংলাদেশী পাচঁটি সংগঠন একই সাথে আয়োজন করেছে ইফতার মাহফিল। গত ৬ জুলাই রোববার বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার,বাংলাদেশ কাউন্সিল বার্মিংহাম,বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাষ্ট,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্র এবং ইকবাল বানকুইটিং স্যুট বার্মিংহামের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বাংলাদেশী বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির সর্বস্থরের মানুষেরা এই ইফতার মাহফিলে যোগ দান করেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কাউন্সিল বার্মিংহামের সভাপতি এমদাদ হোসেইনের সভাপতিত্বে আলোচনা অংশ নেন বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর আহমেদুল হক এমবিই, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চেীধুরী এমবিই,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান মোঃ গাবরু মিয়া,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান চুনু,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব ফিরোজ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুর রশীদ,সাধারণ সম্পাদক ফখর উদ্দিন,বাংলাদেশ কাউন্সিল বার্মিংহামের কোষাধ্যক্ষ আব্দুল গফুর,সদস্য আবুল চৌধুরী সুমন,ইকবাল বানকুইটিং স্যুটের স্বত্বাধিকারী আব্দুল ইকবাল,বার্মিংহাম আওয়ামি লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চেীধুরী মাখন,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির আহবায়ক কাজী আঙ্গুর মিয়া,বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা কাদির আল হাসান প্রমুখ। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহ বিশেষ করে বাংলাদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com