Latest News

আব্বাসের নেতৃত্বে বিএনপির মহানগর কমিটি!




এসবিএন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে  ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ কমিটি ২১ সদস্য বিশিষ্ট করা হবে বলেও জানাযায়। বৃহস্পতিবার গভীর রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যালয়ের একটি নির্ভরশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
নতুন কমিটি করার বিষয়ে বেশ কয়েক মাস পূর্বে ঘোষণা দেওয়া হলেও ঢাকা মহানগর বিএনপির কমিটি ভাঙ্গা হয়নি। সর্বশেষ ১৬ জুলাই ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে আবারো জানিয়ে ছিলেন খালেদা জিয়া। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে বিগত দিনে বিএনপি নেতৃত্বাধীন রাজপথের আন্দোলন সংগ্রাম পরিচালনায় ঢাকা মহানগর বিএনপি ব্যর্থ হয়েছে। তাই আগামী দিনে সরকার পতনের আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে অবশেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ঢাকা মহানগর বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব হিসেবে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com