Latest News

খণ্ড কথা ৩ : হিটলার তোমায় মনে পড়ে

আজিম খান চৌধুরী :এডলফ হিটলার বেঁচে থাকলে নিশ্চিত বলতেন 'বলছি না বীজ রেখে যাচ্ছি ৷ চাইলে সব কয়টারেই কাবাব বানাইতে পারতাম কিন্তু করি নাই ৷ পৃথিবীর মানুষ জানুক ইহুদি কি চীজ ৷' এই চীজগুলা আছে বলেই বুদ্ধিমানেরা হিটলারকে সেলুট দেয় ৷ হিটলারের নাম শুনলেই ওয়েস্টার্নদের চুলকানো শুরু হয় ৷ হিটলারকে যেভাবেই উপস্থাপন করা হউক, শুনে বুঝি আর না বুঝি আমাদেরও চুলকানো শুরু হয় ৷ কিন্তু কেউ একটি বারও ভাবেনা সব জাতিকে বাদ দিয়ে সেদিন হিটলার ওই ইহুদির পিছনে কেন লাগলো ? সেদিন কি আর কোনো জাতি ছিল না ?
সেই সময় পুরা জার্মানি ইহুদিদের দুশমন ছিল ৷ সুদের জালে জার্মানের সাধারণ মানুষদেরকে এমন ভাবে জড়িয়ে ছিল যে জার্মানিরা নিজের দেশে নিজেরা পরবাসী ছিল ৷ ইহুদিরা  নিজে নিজের পেটে ছুরি বসিয়ে অন্যের দুষ দেয় ৷ আরো আছে, তাদের দোষ বলে কুলানো যাবেনা, কিন্তু তারাই আজ সারা দুনিয়ার মিডিয়াকে এমন কব্জা করে রেখেছে তারা এখন ধুয়া তুলসী পাতা ৷ নয়শর মত ইহুদি নাইন এলেভেনে টুইন টাওয়ারে কাজে যায়নি ৷ যে সমস্ত আলামতে তারা প্রমান করতে চেয়েছিল এটা ওসামার কাজ এখন প্রত্যেকটি প্রমান তাদের নিজেদের মানুষ সহ প্রায় সবাই মিথ্যা মনে করছে ৷

আলামত হিসাবে যে মোবাইল কলটি বিমান থেকে করা হয়েছিল বলে চালিয়েছে তারা  সেটাও ভুয়া ৷ কারণ এত উপরে তাদের মোবাইল নেটওয়ার্ক এখনো কাজ করেনা আর সেটাতো ১২ বছর আগের কথা ৷ আলামত হিসাবে তারা একটি পাসপোর্ট সংগ্রহ করেছিল, যে তাপমাত্রায় লোহার পিলার গুলো গলে গিয়েছিল সেখানে পাসপোর্টের কাগজ পুড়েনি ৷ আরো কাহিনী আছে, যেগুলো স্পষ্ট প্রমান করে এগুলো ভিতরের কাজ ৷ মূল কথা এগুলো ছুতো, উদ্দেশ্য তেলের খনি ৷

মিডিয়া ফাটিয়ে দিল ইরাকে অবৈধ অস্ত্র আছে, এই আছে, সেই আছে । কিন্তু কই কিছুইতো পাওয়া গেলনা ৷ কত নারী শিশু বৃদ্ধ যুবক মারা গেল সেদিন, কই মানবাধিকারের গুষ্টি শুদ্ধ সেদিন গর্তে ঢুকে ছিল ৷ সংখ্যায় অল্প এই ইহুদি গুষ্ঠি পুরো আমেরিকাকে নিয়ন্ত্রন করছে ৷ হয়ত ওয়েস্টার্নরাও একদিন বুঝবে ইহুদি কি চিজ ৷

ইহুদিদের যখন যাওয়ার মতো কোনো জায়গা ছিলনা, মুসলমানেরা তাদের ভাই মনে করে তাদের নিজের দেশে জায়গা দিয়েছিল ৷ আর আজ সেটাই কাল হয়ে দাড়িয়েছে ৷ এখন তারাই মসলমানদের উচ্ছেদ করছে নিজেদের দেশ থেকে ৷ অল্প কয়দিন পুরানো ওয়ার্ল্ড ম্যাপে ইজরাইলের কোনো অস্তিত্ব নাই, এখনো নাই ৷ বিশ্বের অনেক দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়নি ৷ কিন্তু তারা এত টাকা এত অস্ত্র পায় কই ? সবাই জানে কোন দেশ থেকে সাহায্য আসে ৷ সবাই জানি ইসরাইলের প্রডাক্ট কি কি। তারপরও আমরা কি কেনা বাদ দেই ? পে ইচ পেনি সেইভ ফর ইসরাইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পেপসি ৷ এই কোকাকোলা আর পেপসি ছাড়া আমাদের একদিনও কি চলে ?
আমারতো মনে হয় সৌদির বাদশা সহ মুসলিম দেশের মোড়লরা আমেরিকা আর ইহুদিদের ডান হাত, তারা কি একটিবার প্রতিবাদ করেছে ? তাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চা প্রেগনেন্ট মহিলা বৃদ্ধ যুবককে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে ৷ কোন অজুহাতে এসব করা হচ্ছে ৷ তাদের দেশের তিনটা বাচ্চাকে কিডন্যাপের পর হত্যা ? এটা কি তারা করে ছিল ? মূল হচ্ছে মুসমানদের সঙ্গে হিংসা ৷ তর্কের খাতিরে মানলাম ইরাকের সাদ্দাম হুসাইন অপরাধী ছিল ৷ তার ফাঁসির প্রয়োজন ছিল। কিন্তু তার ফাঁসি ঈদের দিনেই দিতে হবে? মূলত এটা হচ্ছে বিশ্বের মুসলমানদের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন ৷
১৩ জুলাই ২০১৪, লন্ডন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com