এসবিএন
ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শখ ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে জীবনে প্রথম বড়
পর্দায় দর্শকদের সামনে হাজির হয়েছিলেন ২০১০ সালে। তারপর কয়েক বছর বিরতি দিয়ে চার
বছর পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ২৯ আগস্ট ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে তার
দ্বিতীয় ছবি ‘অল্প
অল্প প্রেমের গল্প’।
এতে তার সহশিল্পী নিলয়। ছোট
পর্দায় নিলয়ের সঙ্গে শখ অভিনয় করলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন তারা। এটি
নিলয়েরও দ্বিতীয় ছবি। এটি পরিচালক হিসেবে সানিয়াতের প্রথম ছবি। তিনি বলেন, রূপালি পর্দার প্রতি ভালোবাসা
থেকেই ছবিটি তৈরি করেছি। নতুন সময়ের প্রেমের গল্প বলতে চেয়েছি আমার ছবিটিতে।
প্রেমের গল্পের নতুন দিনের ছবিও বলা যায় এটাকে। আশা রাখি ছবির গান, দৃশ্যপট, গল্প, পাত্র-পাত্রীদের অভিনয় সবই ভালো
লাগবে দর্শকের। শখের প্রথম ছবিতে তার
সহশিল্পী ছিলেন শাকিব খান। নিজের নতুন ছবি নিয়ে শখ বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, এ ছবির জন্য অনেক পরিশ্রম
করেছি। এটা সব বয়সী দর্শকের ভালো লাগবে আশা রাখি। ‘অল্প
অল্প প্রেমের গল্প’ ছবিতে
আরও অভিনয় করেছেন শম্পা রেজা, মিশা
সওদাগর, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ। গত ২৫ মে কোনো কাটছাট ছাড়াই সেন্সর বোডের্র ছাড়পত্র
পায় ‘অল্প
অল্প প্রেমের গল্প’।
এর প্রযোজনা প্রতিষ্ঠান শুগার প্রোডাকশনস জানিয়েছে, প্রথম সপ্তাহে ছবিটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে
মুক্তি দেওয়া হবে। প্রতিষ্ঠানটির আশা, ‘অল্প
অল্প প্রেমের গল্প’ দেশীয়
চলচ্চিত্রের বিকাশে নতুন মাত্রা যোগ করবে।