Latest News

শনিবার ফিরছেন খালেদা জিয়া, লন্ডনে যাচ্ছেন তারেক রহমান



এসবিএন ডেস্ক : মক্কার পবিত্র বায়তুল্লাহ শরিফে জুমাতুল বিদা নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদায়ী তাওয়াফ সফরসঙ্গীদের নিয়ে তিনি বৃহস্পতিবার রাতে মক্কা ত্যাগ করেছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। অন্যদিকে লন্ডনের উদ্দেশ্যে স্বপরিবারে মক্কা ছেড়েছেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।
জুমার নামাজ আদায়ের জন্য রয়েল প্যালেস সংলগ্ন বায়তুল্লাহ শরিফে যান বেগম খালেদা জিয়া। খুতবার আগে তিনি নফল নামাজ ও কোরআন তেলাওয়াত করেন। আছরের নামাজের পর বিদায়ী তাওয়াফ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, বাংলাদেশ থেকে সংবাদ কভার করতে যাওয়া সাংবাদিকবৃন্দ ও সফরসঙ্গী বিএনপি নেতারা। গত ২০ জুলাই ওমরা পালনের উদ্দেশ্যে বাদশার আমন্ত্রণে সৌদি আসেন খালেদা জিয়া। সর্বপ্রথম মদিনায় এসে তিনি মহানবী (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। এরপর সেখানে তিন দিন অবস্থান করে ইবাদত-বন্দেগিতে সময় কাটান। ২২ জুলাই মক্কায় এসে রাতে পবিত্র ওমরা পালন করেন তিনি। মক্কায় রয়েল প্যালেসে বুধবার খালেদা জিয়া আইডিবির প্রেসিডেন্ট আহম্মেদ আলীর সাথে বৈঠক করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com