Latest News

জয় জন্মসূত্রে পাকিস্তানি: প্রধান



এসবিএন ডেস্ক.২০ দলীয় জোটের নেতা জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, জয় জন্মসূত্রে পাকিস্তানি নাগরিক ৭১এর স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানি সেনাদের নিরাপত্তা হেফাজতে জয়ের জন্ম খান সেনাদের দায় শোধে তিনি বাংলাদেশিদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিতেই পারেনপ্রধান বলেন,‘ জয়ের মনে রাখা উচিত দেশপ্রেমিক বাংলাদেশিদের ঠিকানা ঢাকা, পিন্ডি কিংবা দিল্লী নয়সরকার প্রশাসনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, শান্তির জনপদ পঞ্চগড়কে যারা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি উত্তাল হয়ে উঠবেসোমবার বোদা উপজেলা ধানহাটি মাঠে জাগপা ছাত্রলীগ আয়োজিত ইফতার পূর্ব এক  ছাত্র গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনবোদা উপজেলা জাগপা ছাত্রলীগের সভাপতি আবু নাঈম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজিব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা জাগপার আহ্বায়ক আনছার আলী, সদস্য সচিব মফিজুল ইসলাম মফি, জেলা জাগপা নেতা তফিজ উদ্দীন আহম্মেদ বেলাল, উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com