
এসবিএস
ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী
শাজাহান খান বলেছেন, যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর অনেক মুরব্বিয়ানা করছে। মুরব্বিয়ানা যদি করতে হয় তাহলে গাজায় গিয়ে
ইসরাইলিদের ওপর করুন। সেখানে যখন মুসলিম ভাইদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, তখন মুরব্বি রাষ্ট্রদের
মুরব্বিয়ানা কোথায় থাকে? শেখ
হাসিনার সরকার আল্লাহ ও জনগণ ছাড়া কারও কাছে মাথানত করে না। খুনি-সন্ত্রাসীদের
কাছে শেখ হাসিনা মাথানত করে না। জাতীয়
প্রেসক্লাবের মিলনায়তনে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সুবিধাবঞ্চিতদের
মাঝে ঈদের পোশাক বিতরণ কার্যক্রম সমাপনী-২০১৪ এবং নিরাপদে বাড়ি ফেরা : প্রশাসনের
ভূমিকা শীর্ষক’ আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী। সভাটির আয়োজন করে সামাজিক পরিবেশ ও
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। শাজাহান
খান বলেন, কিভাবে
দেশ চালাতে হবে এ নিয়ে বিদেশি কিছু রাষ্ট্র আমাদের প্রেসক্রিপশন দিতে চাচ্ছে।
কিন্তু তাদের প্রেসক্রিপশন দিয়ে তো বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে নিজের মতো।
বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে, ইসরাইলিদের
অভিভাবক যুক্তরাষ্ট্রের কথায় না। তিনি
বলেন, আজ
পবিত্র শবেকদরের রাত। এই দিনে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। তাই আজ আমরা দোয়া
করব, যাতে
আল্লাহ সকল মুসলমানদের রক্ষা করেন। স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,
ঈদে সাধারণ মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন সে জন্য
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। নৌপুলিশ দায়িত্বে নেমেছে। রাস্তা ও
রেলওয়েতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসন সতর্ক থাকবে।সংসদ
সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের
চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া, মহাসচিব
সুজন দে প্রমুখ।