Latest News

উত্তেজনাবিহীন সেমি ফাইনাল : স্বাগতিক ব্রাজিলের বিদায়, ফাইনালে জার্মানি

এসবিএন ডেস্ক:    
২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে ০-২ গোলের হারের প্রতিশোধ এভাবে নেবে জার্মানীরা, কে কল্পনা করেছিল!  ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্থ করে ফাইনাল নিশ্চিত করলো জার্মানি। বিশ্বকাপের সেমি ফাইনালে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও এখন তাদের। জার্মানির বিপক্ষে সেমি ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কোন প্রতিরোধই গড়তে পারেনি। এমন পরাজয়ে ব্রাজিলের বিশ কোটি মানুষ আর বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকেরা হতাশ।
চাটের কারণে নেই ব্রাজিরের প্রাণভোমরা নেইমার। দুই ম্যাচে হলুদ কার্ডের জন্য নেই দলের নিয়মিত অধিনায়ক ডেভিড সিলভা। তাই বলে জার্মানির সাথে খেলায় টান টান উত্তেজনা ও রোমাঞ্চের আবহ তৈরী করবে না ব্রাজিল!  প্রথম ২৯ মিনিটের মধ্যেই খেলার ফলাফল নির্ধারণ হয়ে যায়। বেলো হরিজোন্তের এস্তাদিও মিনেইরা স্টেডিয়ামে অনুষ্টিত এ সেমি ফাইনালে ২৩-২৯ এই ছয় মিনিটে ব্রাজিলের জালে ৪টি গোল দেয় জার্মানি। ডেভিড সিলভার অনুপস্থিতিতে রক্ষণভাগকে নিয়ে নিয়মিত ছেলে খেলায় যেন মেতে উঠে জার্মানির খেলোয়াড়রা। আর নেইমারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায় ব্রাজিলের আক্রমণভাগ। জার্মানির পক্ষে ২টি করে গোল করেন টনি ক্রুস ও আন্দ্রে শুরলে। ১টি করে গোল করেন মিরোস্লাভ ক্লোস, টমাস মুলার ও সামি কেদিইরা। অস্কারের পা থেকে আসে ব্রাজিলের সান্তনাসূচক গোল।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com