Latest News

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের কমিটি গঠন

ইউ কে প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পুর্ণাঙ্গ কার্য্যকরী কমিটি গঠন  করা হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি হয়েছেন এডভোকেট মীর গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। প্রধান উপদেষ্টা করা হয়েছে আব্দুল মুনিম চৌধুরী বুলবুলকে ।
শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পুর্ণাঙ্গ কার্য্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গত ২৩ জুন  লন্ডনের ব্রিক লেনের ক্যাফে গ্রীল রেষ্টুরেন্টে এক সভা অনুষ্টিত হয়। শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের আহবায়ক এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদ সুমনের সঞ্চালনে অনুষ্ঠিত এই সভায় বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসীরাও যোগ দেন।  এতে বক্তব্য রাখেন সৈয়দ মাহফুজুর রেজা,আব্দুল মনিম চৌধুরী, ব্যারিষ্টার তারেক চৌধুরী, সেলিম চৌধুরী, গাজীউর রহমান গাজী, অলিউর রহমান শাহিন,মনির চৌধুরী,রওশন আরা মনি, শামছুল আলম নমির,দেওয়ান আব্দুর রব,জালাল আহমেদ,মোহাম্মদ আব্দুল বাকি,কামরুল হোসাইন,মোহাম্মদ নিজামুল ইসলাম বেলাল, লিয়াকত চৌধুরী মোহাম্মদ শামিম রশিদ, মোহাম্মদ আশরাফুর রহমান পলিন প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে ৭সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়। এছাড়া সভা থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার  মিসেস ফেরদৌস আরা বেগম হবিগঞ্জ উপজেলার  মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন সফররত হবিগনঞ্জ জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুজন চৌধুরীর সাথেও শুভেচ্ছা বিনিময় করা হয়। সভা থেকে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করন,ভ্রাম্যমান চক্ষু শিবিরের আয়োজন সহ বিভিন্ন বিষর্য়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে উপস্থিত সদস্যগন ”মানব সেবাই আমাদের ধর্ম” এই উদ্যেশ্যকে সামনে রেখে আর্ত মানবতার সেবায় করার আহবান জানান। প্রধান উপদেষ্টা করা হয়েছে আব্দুল মুনিম চৌধুরী বুলবুল ছাড়াও উপদেষ্টা কমিটির অন্যান্যরা হলেন সৈয়দ মাহফুজ রেজা,সৈয়দ মাহমুদুর রহমান,কামরুল হোসাইন ইনু,মীর আবুল খয়ের,মোহাম্মদ আইয়ুব খাঁন ও সৈয়দ আব্বাস উদ্দিন।
    ২১ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটির নাম ঃ 
সভাপতি                ঃ  এডভোকেট মীর গোলাম মোস্তফা।
সহ সভাপতি           ঃ গাজীউর রহমান ।
                         ঃ ব্যারিষ্টার তারেক চৌধুরী ।
                         ঃ প্রফেসর অলিউর রহমান শাহিন।
সাধারন সম্পাদক      ঃ আব্দুল আহাদ সুমন ।
সহ সাধারন সম্পাদক ঃ সৈয়দ শামছুল আলম নমির।
সহ সাধারন সম্পাদক ঃ নিজামুল ইসলাম বেলাল ।
কোষাধ্যক্ষ             ঃ মোরাদ চৌধুরী ।
সাংগঠনিক সম্পাদক ঃ সেলিম চৌধুরী ।
সহ সাংগঠনিক সম্পাদক ঃ সৈয়দ শরিফ আহমদ ।
মহিলা সম্পাদিকা         ঃ মিসেস ফরিদা চৌধুরী ।
সহ মহিলা সম্পাদিকা    ঃ রওশন আরা মনি ।
শিক্ষা বিষয়ক সম্পাদক  ঃ তৌহিদ চৌধুরী ।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক   ঃ জালাল আহমেদ ।
ত্রান ও  পুর্নবাসন সম্পাদক ঃ দেওয়ান আব্দুর রব ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ঃ লিয়াকত চৌধুরী ।
কার্য্যকরী কমিটির সদস্য ঃ 
আব্দুস সালাম সবুজ।
কিবরিয়া জহির।
রকিব আহমদ ।
মিসেস রাবেয়া হক।
সৈয়দ মারুফ আহমদ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com