Latest News

এসএসবি বৈঠক অনুষ্ঠিত: সচিব ও উপসচিব পদে পদোন্নতির আলোচনা



এসবিএন ডেস্ক : প্রশাসনে আরেক দফায় পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্প্রতিবার এ বিষয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সচিব ও উপসচিব পদে পদোন্নতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আজ বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁঞার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, বর্তমানে ৭ জন কর্মকর্তা ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত আছেন। এদেরকে পূর্ণ সচিব পদে পদোন্নতির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এছাড়া প্রশাসনের ২০তম ব্যাচকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে সভায় আলোচনা শুরু হয়। তবে অন্যান্য লাইন পদে পদোন্নতি নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হয়। ফলে উপসচিব পদে পদোন্নতির বিষয়ে আলোচনা তেমন একটা এগোতে পারেনি। আগামী রোববার এ বিষয়ে এসএসবির মূলতবী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, প্রশাসনের ২০তম ব্যাচসহ প্রায় আড়াইশকর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে ইতিপূর্বে অনুষ্ঠিত এসএসবির এক সভায় প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। এ ব্যাপারে সার-সংক্ষেপও তৈরি হয়ে গিয়েছিলো। কিন্তু, প্রশাসনে অস্থিতিশীলতার আশংকায় সেই পদোন্নতির প্রক্রিয়া স্থগিত রাখা হয়। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com