এসবিএন ডেস্ক. গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী সোমবার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোতে একটি বৈঠক করতে যাচ্ছেন। একজন কূটনীতিক এ খবর জানান। গাজায় হামাস বিরোধী ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই কূটনীতিক আজ শনিবার এএফপিকে জানান, আরব লিগের বর্তমান চেয়ার কুয়েত মিসরের রাজধানী কায়রোয় সংস্থার সদর দপ্তরে এই জরুরি বৈঠকের দাবি জানায়। সীমান্তের ওপর থেকে রকেট হামলা বন্ধের লক্ষ্যে ইসরাইল গত মঙ্গলবার গাজায় বিমান হামলা শুরুর পর থেকে আরব রাষ্ট্রগুলো এ পর্যন্ত কোনো সমন্বিত প্রতিক্রিয়া জানায়নি। ইসরাইল হামাস সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী দেশ মিসর গতকাল শুক্রবার বলেছে, গাজা উপত্যকায় সহিংসতা বন্ধে তার উদ্যোগ 'একগুঁয়েমির' সম্মুখীন হয়েছে। মিসরের নতুন সরকার হামাসবিরোধী। হামাসকে মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা মনে করা হয়। আর মিসরের সেনাবাহিনী গত বছর মুসলিম ব্রাদারহুডকে মিসরের ক্ষমতা থেকে উচ্ছেদ করে।