এসবিএন ডেস্ক :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে ব্রাশফায়ার করে এক যুবলীগকর্মীকে
হত্যা করা হয়েছে। তার নাম মো. হোসেন (৪০)। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা
ঘটে। এ
ঘটনায় শহীদ ও আলতাফ নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে
ভর্তি করা হয়েছে। জানা যায়, রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি
পরিষদ কার্যালয়ে বসে কথা বলছিলেন যুবলীগকর্মী মো. হোসেন, শহীদ, আলতাফসহ
বেশ কয়েকজন। এসময় ৪ মুখোশধারী দুই মোটরসাইকেলে এসে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে
হোসেন ঘটনাস্থলেই মারা যান।