Latest News

মিডল্যান্ডসে আল আমিন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা এওয়ার্ড প্রদান

খালেদ আহমেদ ঃ লেখা-পড়ার প্রতি আরো আগ্রহী ও মনোযোগী করে তুলার লক্ষ্যে মিডল্যান্ডসের অন্যতম শীর্ষ ইসলামীক শিক্ষা প্রতিষ্টান আল আমিন স্কুলের ইয়ার সিক্্র এর মেধাবী ছাত্র-ছাত্রীসহ উত্তীর্ণ সকলকে সম্মাননা ও এওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২৬ জুন বামিংহামের স্টার্টফোর্ড রোডের একটি হলে আল আমিন ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মাননা ও এওয়ার্ড প্রদান করা হয়। আব্দুল মুনিম খানের পরিচালনায় ও আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র মাইক লেড্ডি। স্কুলের বিভিন্ন ট্রাস্টি,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবক ছাড়াও বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল আমিন ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা মঈন উদ্দিন,ফাউন্ডেশনের ট্রাষ্টি ক্বারী আব্দুল মুকিত আজাদ,ট্রেজারার হাফেজ মাওলানা সৈয়দ কফিল আহমদ,ট্রাষ্টি মাওলানা এনামুল হাসান ছাবীর প্রমুখ। বক্তারা একজন ইসলামের বিধি বিধান মেনে নতুন প্রজন্মকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে বৃটিশ কারিকুলামের পাশাপাশি ইসলামীক শিক্ষায় শিক্ষিত করে তুলতে  আল আমিন স্কুলের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খান ও ডাইরেক্টর সৈয়দ কবীর আহমেদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতী তাজুল ইসলাম,জাসদ নেতা হুমায়ুন কবীর চৌধুরী প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com