Latest News

বাংলা কাগজের ইফতার মাহফিলকে সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন সবাইকে স্ব-পরিবারে আমন্ত্রণ

এসবিএন ডেস্ক আগামী ২২ জুলাই মঙ্গলবার বার্মিংহামের পেরীবারের রয়েল স্যুটে বৃটেন, স্পেন ও বাংলাদেশ থেকে  প্রকাশিত  ‘‘বাংলা কাগজ‘‘ এর ইফতার মাহফিলকে সফল করতে ‘‘বাংলা কাগজ‘‘ পরিবার আবারো প্রস্তুতি সভা করেছে। ২০ জুলাই রোববার বার্মিংহামের লজেলসের ‘‘বাংলা কাগজ‘‘ কার্য্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বার্মিংহামের সর্ববৃহৎ এই ইফতার মাহফিলকে সফল করতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করে সকলকে স্ব-পরিবারে উপস্থিত হবার আমন্ত্রণ জানানো হয়। বাংলা কাগজের সেক্রেটারী আলাহাজ্ব খসরু খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় ‘‘বাংলা কাগজ‘‘ এর ইফতার মাহফিলকে সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল,উপদেষ্ঠা আলহাজ্ব মাফিজ খান,কলামিষ্ট শেবুল চৌধুরী,চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,এটিএন বাংলা ইউ‘কের জয়নাল ইসলাম,নাট্যকার আজিজুর রহমান হীরণ,বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ,চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী ও বার্মিংহাম প্রতিনিধি খালেদ আহমেদ প্রমুখ।
সভায় ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধানের জন্য অভ্যর্থনা,আপ্যায়ন স্বেচ্ছাসেবকসহ বেশ ক‘টি উপ-কমিটি গঠন করা হয় এবং মহিলাদের তত্বাবধানের জন্য মহিলা স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব বন্টন করা হয়। সভায় বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খান জানান,ইতিমধ্যে বার্মিংহামের লর্ড মেয়রসহ স্থানীয় কয়েকজন এমপি,বার্মিংহামের বাঙালী সকল কাউন্সিলরসহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া সভা থেকে বার্মিংহামের সর্ববৃহৎ এই ইফতার মাহফিলে বাঙালী কমিউনিটির সকলের অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য ইফতার মাহফিলকে সফল করতে ‘‘বাংলা কাগজ‘‘ পরিবার দফায় দফায় প্রস্তুুতি সভাসহ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবারের ইফতার মাহফিলে গত বছরের চেয়েও বেশী মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইফতার মাহফিলে ইসলামিক নাশিদ পরিবেশনের পাশাপাশি পবিত্র রমজান নিয়ে আলোচনা করা হবে এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com