Latest News

লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে এসেছে

এসবিএন. লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে এসেছে  শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে তাদের লাশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয় নিহতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোহাম্মদ মিলন মোহাম্মদ তারা দুজন আপন ভাই উল্লেখ্য, গত ২১ শে জুন রাতে বেনগাজির সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় তারা মারা যান

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com