এসবিএন. লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে তাদের লাশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোহাম্মদ মিলন ও মোহাম্মদ। তারা দু’জন আপন ভাই। উল্লেখ্য, গত ২১ শে জুন রাতে বেনগাজির সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় তারা মারা যান।