Latest News

আন্দোলনে বাধা দিলে পাল্টা জবাব

এসবিএন ডেস্ক.ঈদের পর আন্দোলনে বাধা দেওয়া হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াবুধবার জাতীয় সংসদের এলডি হলে মহানগর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও-এর রাজনীতিতে বিশ্বাস করে না জ্বালাও-পোড়াও করা আওয়ামী লীগের কাজ ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে এই আন্দোলনে পুলিশ গুপ্ত বাহিনী লেলিয়ে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পাল্টা জবাব দেওয়া হবে সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, বিএনপির আন্দোলন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছেন? আমি বলতে চাই রাজপথে পুলিশ অস্ত্র ছাড়া আসবেন এবার যদি অন্যায়ভাবে আইনশৃক্সখলা বাহিনী দিয়ে আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে পাল্টা জবাব দেওয়া হবে বেগম জিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে থাকার সময় নেই এখন সময় এসেছে প্রতিবাদ করার এই জালিম সরকার বিরোধী দলের ওপর অন্যায়ভাবে নির্যাতন চালাচ্ছে কাজেই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন, ঈদকে ঘিরে প্রতিনিয়ত চাঁদাবাজি ডাকাতির ঘটনা ঘটে চলেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশব্যাপী গুম, খুন, অপহরণ, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকে কাজেই দেশবাসীকে রক্ষা করতে এই রাজনীতির পরিবর্তন করতে হবেবেগম জিয়া বলেন, এই অবৈধ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের অবস্থা আরো খারাপ হবে এসময় তিনি নতুন ধারার রাজনীতির মাধ্যমে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করতে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর গণি, ব্যারিস্টার মওদুদু আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ এছাড়া ব্যারিস্টার রফিকুল হক, . পিয়াস করিমসহ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com