Latest News

গোপন বৈঠকে অংশ নিতে ত্রিপুরা যাচ্ছেন দীপু মনি


 এসবিএন..বিগত আ.লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিদেশ সফরে রেকর্ড গড়েছিলেন প্রথমবার সংসদ সদস্য হয়ে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে বিদেশ সফর শুরু করেন দীপু মনি ৫৪ মাসে ১৮৭টি সফর করেছেন তিনি এই সময়ে প্রায় ৬০০ দিন দেশের বাইরে কাটিয়েছেন দীপু মনি বিদেশ সফরে প্রতিবেশী কোন রাষ্ট্র তো নয়ই, এশিয়া, ইউরোপ আমেরিকার প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রীদেরও ছাড়িয়ে গেছেন তিনি ভারতের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা কিংবা পাকিস্তানের হিনা রব্বানি খার কেউই বিদেশ সফরে ১০০ পার হতে পারেনি সদ্য বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চার বছর মেয়াদে ১১২ দেশ সফরে গিয়ে ৩০৬ দিন বিদেশের মাটিতে কাটিয়েছেন তার পূর্বসূরিদের অনেকে ২৫-৩০ দিন পর্যন্ত একটানা বিদেশ সফর করলেও কারই ৪০০ দিনের বেশি বিদেশে কাটানোর রেকর্ড নেই এক মেয়াদে সর্বোচ্চ সংখ্যক বিদেশ সফর করে সবার রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফরে নয়া রেকর্ড গড়েছেন তিনি  আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ালেও এতসব সফরের সাফল্য-ব্যর্থতার হিসাব মেলাতে গেলে তার ব্যর্থতার পাল্লাই ছিল ভারী আর তার এই ব্যর্থতার কারণেই এবার মন্ত্রীসভায় ঠাঁই পান নি তিনি সরকারের এ মেয়াদে মন্ত্রিত্ব না থাকলেও সফর তার ঠিকই আছে ফের বিদেশ সফর শুরু করছেন তিনি এবার রাষ্ট্রীয় এক সফরে প্রতিবেশী ভারতের ত্রিপুরায় যাচ্ছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এ খবর দিয়েছে ভারতের জনপ্রিয় পত্রিকা ‘দ্য হিন্দু’ শুক্রবার পত্রিকাটির এক খবরে বলা হয়, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ত্রিপুরায় যাচ্ছেন আগামী ৯ জুলাই আগরতলায় একটি আঞ্চলিক বৈঠকে মিলিত হবেন তিনি কূটনীতিকদের একটি বড় অংশ বিশিষ্ট নাগরিকরা এ বৈঠকে অংশ নেবেন গোপন এ বৈঠকটিতে ত্রিপুরা কিভাবে ভৌগলিক রাজনীতিতে এশিয়ায় নিজের রাজনৈতিক অবস্থান সুসংহত করবে এবং চীনের বাজারের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকের আয়োজকরা শুক্রবার ‘দ্য হিন্দুকে’ জানিয়েছেন, দীপু মনি বাংলাদেশ সরকারের বিশেষ রেফারেন্সে এ বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয়রা আশা করছেন, এ বৈঠকে দীপু মনি সাম্প্রতিক সময়ে ভূমি এবং পানি চুক্তি বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে একটি রূপরেখা প্রদান করবেন এর ফলে দেশটির উত্তর-পূর্বসীমান্তবর্তী অঞ্চলে ব্যবসা এবং পর্যটন ক্ষেত্রে ব্যাপক সাফল্যের সম্ভাবনা দেখছে ভারত এর আগে দীপু মনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দু’বার ত্রিপুরা সফর করেন একবার ২০১০ সালের নভেম্বরে আর দ্বিতীয়রা ২০১২ সালের জানুয়ারিতে সর্বশেষ সফরে তিনি প্রধানমন্ত্রী শেষ হাসিনার সফর সঙ্গী ছিলেন এসময় ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হয় নিজের সফরের সময় দীপু মনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ আরো কিছু নেতাকে আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে তবে ব্যস্ততার কারণে মানিক সরকার এ বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছে পত্রিকাটি সূত্র: দ্য হিন্দু

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com