এসবিএন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ জুলাই গণভবনে রাজনৈতিক নেতাদের সম্মানে ওই ইফতার অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার শেখ আখতার হোসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
এর আগে গত ২ জুলাই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাতে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি।