Latest News

বার্সেলোনায় তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল

এসবিএন ডেস্ক : স্পেনের বার্সেলোনা শাহজালাল জামে মসজিদে ইসলামিক ফোরাম ইউরোপ, বার্সেলোনা এর উদ্যোগে তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল আগামী ৬ জুলাই, রবিবার  অনুষ্টিত হবে । বিকাল সাড়ে ৬টা (বাদ আসর) থেকে তাফসির পেশ করবেন হযরত মাওলানা এফ.কে.এম শাহজাহান (শিক্ষক,লন্ডন ইকরা ইন্সষ্টিটিউট ও সাবেক প্রিন্সিপাল, সিলেট ক্যাডেট মাদ্রাসা)। উক্ত তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্হিত থাকার জন্য ইসলামিক ফোরামের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com