Latest News

গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ়ভিত্তির উপর দাঁড় করাচ্ছে -সেলিম উদ্দিন এমপি



সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ  সিলেট- আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ়ভিত্তির উপর দাঁড় করাচ্ছে আর বর্তমান সংসদ গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে এই সংসদে সরকার বিরোধী দল সংবাদপত্র সাংবাদিকদের নিরাপত্তা এবং তাঁদের ভবিষ্যৎ বিবেচনা করে ট্রাষ্ট গঠন করছে কারণ সরকার বিরোধী দল জানে-দেশকে এগিয়ে নিতে এবং জাতিকে আরো সচেতন করে তুলতে সংবাদপত্র এবং সাংবাদিকদের পৃষ্টপোষকতা করতে হবে তিনি গতকাল বুধবার বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরো বলেন, বর্তমানে দেশে বিনিয়োগ বান্ধব যে পরিবেশ বিরাজ করছে তা সাংবাদিকদের তুলে ধরে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে হবে বিশ্বের অনেক দেশের মধ্যে বাংলাদেশের গণমাধ্যম অনেক শক্তিশালী বলেও তিনি উল্লেখ করেন  বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রচার-প্রকাশনা সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনছার, শিক্ষাবিদ আলী আহমদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বেবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাছিব জীবন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা কামাল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আমান উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি সজীব ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, চ্যানেল এস প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, যুগান্তর প্রতিনিধি শরীফুল হক মনজু, ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি সুফিয়ান আহমদ, পূণ্যভূমি প্রতিনিধি এটিএম তুরাব, যুগভেরি প্রতিনিধি শিপার আহমদ প্রমুখ পরে দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মুফতি আব্দুল করিম আল হাক্কানী

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com