Latest News

ইসারায়েলি হামলায় ১০৩ ফিলিস্তিনি নিহত

এসবিএন ডেস্ক : গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০৩ জন নিহত হয়েছে এঘটনায় আহত হয়েছে আরও কয়েকশ গত পাঁচ দিন ধরে চলমান ইসরায়েলি বিমান হামলায় গাজার ১১০০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলে হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে অর্ধেকই নারী শিশু বৃহস্পতিবার সকালে ইসরায়েলি হামলায় শিশুসহ একই পরিবারের আট সদস্য নিহত হয় এর আগে বুধবার রাতে আর্জেন্টিনা-হল্যান্ড সেমিফাইনাল দেখার জন্য বন্ধুদের সঙ্গে চার ভাই হাজির হয়েছিলেন গাজার খান ইউনুসের সৈকতে সেখানেই একটি কফি শপে খেলা দেখাকালীন চার ভাই অপর নয় সঙ্গীর সঙ্গে ইসরায়েলি হামলায় নিহত হয় গাজায় হামলার ব্যাপারে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রে বলেন, ‘আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ১১০০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এখনো আরও কয়েক স্থাপনায় হামলা চালানো হবেতিনি আরো বলেন, ‘সন্ত্রাসীরা (ফিলিস্তিনিরা) তাদের রকেট হামলা অব্যাহত রাখায় ইসরায়েল হামলা চালাচ্ছে হামলার উদ্দেশ্য হল তাদের রকেট হামলা করার ক্ষমতা ধ্বংস করাইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলায় শুক্রবার ইসরায়েলি আহত হয়েছে গত জুনে গাজায় বসতি স্থাপনকারী তিন ইসরায়েলি তরুণকে অপহরণ করে হত্যা করা হয় ইসরায়েলের পক্ষ থেকে ঘটনায় হামাসকে দায়ি করা হলেও হামাসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয় ঘটনার কয়েক দিন পর জেরুজালেম থেকেও এক ফিলিস্তিনিকে অপহরণ করে হত্যা করা হয় ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়লে ইসরায়েল গাজায় বিমনা হামলা শুরু করে এদিকে বিমান হামলা ছাড়াও স্থল পথে গাজায় অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি নেতৃবৃন্দরা গাজায় অবস্থানরত আলজাজিরার সাংবাদিক জন হেন্ড্রেনও জানান, গাজার অধিবাসীদের আশঙ্কা বিমান হামলা শেষে সেখানে স্থল পথে আক্রমণ করবে ইসরায়েল

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com