এসবিএন ডেস্ক: হঠাৎ করেই ভারতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ২০ জুলাই ছয় দিনের সফরে তিনি নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন আগামী ২৫ জুলাই। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। ফলে তার এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।এ বিষয়ে এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অব:) খালেদ আখতার জানান, ‘আগামী ২০ জুলাই স্যারের (এরশাদ) ভারত যাওয়ার কথা রযেছে। ছেলে এরিককে স্কুলে ভর্তি করাতেই তিনি ভারত যাচ্ছেন। অন্য কোনো কারণ নেই। দিনক্ষণ ঠিক থাকলে ওই দিন গিয়ে তিনি ২৫ বা ২৬ জুলাই দেশে ফিরবেন।’জাপা সূত্রে জানা গেছে, ভারত সরকারের উচ্চপর্যায়ের আমন্ত্রণেই সে দেশে যাচ্ছেন এরশাদ। ঈদের পর বিএনপির আন্দোলন ও জাপার ভূমিকা নিয়ে আলোচনার জন্যই ভারত এরশাদকে এই আমন্ত্রণ জানিয়েছে।