Latest News

আ.লীগ এখন জনবিচ্ছিন্ন : এরশাদএসবিএন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বিএনপি নেতারা আমার বিরুদ্ধে বক্তব্য রাখছেন তারা এখন জাতীয় পার্টিকে নিয়ে ভীত কারণ জাতীয় পার্টি বিএনপির স্থান দখল করবে আওয়ামী লীগের অবস্থাও ভালো নয় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাই আগামীতে আমরাই ক্ষমতায় যাব সোমবার রংপুর টাউন হলে জাতীয় পার্টির জেলা মহানগর কমিটির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে বর্তমানে চলছে দ্বন্দ্ব, কোন্দল আর সংঘাত বর্তমানে বিএনপি সংগঠন নেই তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে
এরশাদ বলেন, আমি বছর ক্ষমতায় ছিলাম সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক সুযোগ সুবিধা নিয়েছেন ছেলেদের জন্য অর্থ নিয়েছেন বাড়ি নিয়েছেন এসব সুযোগ নেয়ার পর এখন তিনি বলছেন আমি জিয়ার হত্যার আসামি তখনতো তিনি বা তার দলের কোনো নেতাকর্মী বলেননি আমি জিয়া হত্যাকান্ডের সঙ্গে জড়িত আমি জিয়া হত্যার আসামি তিনি বলেন, আগামীতে বিএনপির জায়গায় আমরা নির্বাচন করব তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না তাদের স্থান আমরা দখল করবই
 ‘ সরকারের আমলে মানুষ আর শান্তিতে নেইউল্লেখ করে এরশাদ বলেন, দেশে হত্যা গুম খুন বেড়ে গেছে দুদলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তারা কেউ আমাদের বন্ধু নয় দুদলের কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায় এদেশের মানুষ এখন জাতীয় পার্টির সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে আমরা নির্বাচন করে ১৫১টি আসন পেতে চাই এখন থেকে জাতীয় পার্টির স্লোগান হবে ১৫১ আসন আর সে লক্ষ্যে এখন থেকেই জাপার সবস্তরের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টুর সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জেলা মহানগর সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com