Latest News

বার্সেলোনায় বিএনপি’র ইফতার মাহফিল ২০ জুলাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বার্সেলোনা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জুলাই, রবি বার, নিজস্ব কার্যালয়ে (রন্দা সান্ট পাও ৪৬)-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সকল বাঙালী ভাইদের শরীক হওয়ার জন্য বিএনপি, যুবদল ও জিয়া পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
- বিজ্ঞপ্তি।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com