এসবিএন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও জগদল সীমান্তে
আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টারি দিকে ধর্মগড় সীমান্তের ৩৭৩ নম্বর পিলার এলাকায় বিএসএফ-বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আটকদের ফেরত দেয় বিএসএফ। ফেরত আসা বাংলাদেশিরা হলেন- রানীশংকৈল উপজেলার সাহানাবাদ গ্রামের আজিজুল হকের ছেলে আলমগীর, জোড়াপুকুর গ্রামের মৃত আবু হানিফের ছেলে মোজাহারুল, মৃত রেজাউল করিমের ছেলে হাফিজুর রহমান, তসলিম উদ্দিনের ছেলে আব্দুল মতিন।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন-মোলানী ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন এবং বিএসএফের পক্ষে ছিলেন- কুকরাদহ ক্যাম্প কমান্ডার তাওয়ার বানচাল। ঠাকুরগাঁও ৩০ বিজিবির ইন্টেলিজেন্স অফিসার মেজর তৌহিদ চার বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রানীশংকৈল উপজেলার সাহানাবাদ গ্রামের আজিজুল হকের ছেলে আলমগীরকে সীমান্তের ৩৭৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়।
পরে, বেলা আড়াইটায় জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় মোজাহারুল, হাফিজুর রহমান ও আব্দুল মতিনকে আটক করে বিএসএফ সদস্যরা।