Latest News

শাকিবের বিরুদ্ধে অনন্তর মামলা

এসবিএন ডেস্ক গেল বছরেও অনন্ত ও শাকিব খানের ছবি রিলিজের আগে দুজনার দ্বন্দ্বের ঘটনা ঘটেছিল। সেই ধারাবাহিকতায় এবারেও একই ঘটনা ঘটল। তবে এবারে শাকিবই শুরু করলেন। সম্প্রতি একটি দৈনিকে অনন্তকে নিয়ে কটুক্তি করায় এবারে চটেছেন অনন্ত। শাকিব নাকি অনন্তকে 'পাগল' বলে সম্বোধন করেছেন। এই মুহূর্তে তিনি 'মোস্ট ওয়েলকাম-২' ছবির প্রচারণার কাজে আমেরিকায় অবস্থান করছেন। ওখান থেকেই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে মুঠোফোনে জানিয়েছেন তিনি। বিষয়টি আমেরিকায় অবস্থান করা অনন্তের দৃষ্টিগোচর হলে তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অনন্ত বলেন, 'আমি সবসময় প্রিন্ট কিংবা টিভি মিডিয়ায় সব ধরনের সাক্ষাত্কারে শাকিবকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবেই মন্তব্য করেছি। কিছুদিন আগে এক টিভি সাক্ষাত্কারে উপস্থাপকের প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে আমি শাকিবের এই প্রযোজনায় আসাকে সাধুবাদ জানিয়েছি। ছবি ভালো চললে চলচ্চিত্রের উন্নতি হবে। তার জন্য শুভ কামনা করেছি।' এদিকে পত্রিকার সাক্ষাত্কারে শাকিব খান বলেছেন, 'টম ক্রুজকে চ্যালেঞ্জ করেন অনন্ত, আর শাহরুখ খানকে নাকি নায়কই মনে করেন না।' এ প্রসঙ্গে অনন্ত জানান, 'এ ধরনের কথা আমি কখনই কোথাও বলিনি। টম ক্রুজ আমার আদর্শ। শাহরুখ খানের অভিনয়, স্টাইল সবকিছুই আমার ভালো লাগে। তাহলে আদর্শ এবং ভালো লাগার মানুষগুলোর বিরুদ্ধে আমি কোন দুঃখে এসব কথা বলতে যাব? শাকিব যদি এসব বাজে মন্তব্যের প্রমাণ করতে না পারে তাহলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
অন্যদিকে যে পত্রিকায় এসব লিখেছে তাদেরও বিষয়টি প্রমাণ করতে হবে। চলচ্চিত্রের বাইরেও ব্যবসায়ী হিসেবে দেশ-বিদেশে আমার সুনাম রয়েছে। আমার এই সুনাম ক্ষুণ্ন করার জন্য যারাই চেষ্টা করুক না কেন, সবাইকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাব।' জানা গেছে, এরইমধ্যে অনন্ত তার আইনজীবীর মাধ্যমে শাকিবের কাছে এর জবাবদিহিতার জন্য উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাদিনে একবারও ফোন রিসিভ করেননি। অন্যদিকে শাকিবেরই এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিষয়টিকে শাকিব খান নাকি কোনোরকম গুরুত্ব দিচ্ছেন না।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com