Latest News

সেমিতে ব্রাজিল

এসবিএন ডেস্ক দলীয় অধিনায়ক থিয়াগো সিলভা ও ডেভিড লুইজের গোলে ২-১ ব্যবধানে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। সেমিতে উঠার লড়াইয়ে খেলার সাত মিনিটের মাথায় দলীয় অধিনায়ক থিয়াগো সিলভার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। নেইমারের দুর্দান্ত কর্নার কিক থেকে পাওয়া বলকে প্রতিপক্ষের জালে জড়ান সিলভা। আর এ গোলের মধ্য দিয়ে হাইভোল্টেজ এ ম্যাচে অনেকটা চাপমুক্ত হয়ে খেলে ব্রাজিল। ফলে প্রথমার্ধের খেলায় আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে ডেভিড লুইজের দৃষ্টিনন্দন শর্ট থেকে দ্বিতীয় গোলটি আসে ব্রাজিলের। এতে দুই শুন্যতে এগিয়ে যায় ব্রাজিল। ৭৯ মিনিটে পেলান্টি থেকে কলম্বিয়ার প্রথম গোল আসে। খেলা শেষ হয় ২-১এর ব্যবধানে। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com