এসবিএন ডেস্ক.স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালের
আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি যদি
বেশি বাড়াবাড়ি করে তবে
নির্বাচনের সময়
আরও এক বছর পিছিয়ে দেওয়া হবে। যদি নির্বাচন হয় আর বিএনপি তাতে
অংশগ্রহণ করে
তবে ব্রাজিলের মতোই চূড়ান্ত পরাজয় হবে
বিএনপির।’ বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত গণতন্ত্র অবরোধ দিবস
উপলক্ষে বুধবার দুপুর ১২টার
দিকে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সভার আয়োজন
করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসিম
এ সব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম
বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায়
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান
রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।