এসবিএন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী মানুষ। শামীম ওসমানের একটি অভিযোগের জবাবে সোমবার তিনি এ কথা বলেন। 'মেয়র আইভীর অসহযোগিতার কারণে নারায়ণগঞ্জে গ্যাস সংকটের সমাধান হচ্ছে না' রবিবার ফতুল্লা প্রেসক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। অভিযোগের জবাবে সোমবার সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, শামীম ওসমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী মানুষ। নিজের মুখেই বলেছেন, মানুষকে তিনি কুকুর মনে করেন। মানুষের জন্য কল্যাণকর কিছু করার যোগ্যতা তার আর নেই। প্রকৃত মানুষ হলে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলে তিনি এ কথা বলতে পারতেন না। তার একমাত্র যোগ্যতা মানুষ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও মিথ্যা কথা বলা। আইভী বলেন, নারায়ণগঞ্জে গ্যাসের চাপ বাড়াতে সিদ্ধিরগঞ্জ থেকে পঞ্চবটী পর্যন্ত মোটা ব্যাসের পাইপলাইন বসানোর কাজের জন্য তিতাস গ্যাস সিটি করপোরেশনের কাছে রাস্তা কাটার অনুমতি চেয়ে আবেদন করলে যথাসময়ে সে অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান গত বছর এ কাজ উদ্বোধন করেন। পরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডায় একটি রি-রোলিং মিলের মালিক, যিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত, তিনি তিতাসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলে পাইপলাইন বসানোর কাজ বন্ধ হয়ে যায়। তিতাস কর্তৃপক্ষের কাছে নিজেদের অধিগ্রহণ করা ভূমির কাগজপত্র স্থানীয় ভূমি অফিসে না থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।