Latest News

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ



এসবিএন ডেস্ক কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুরে কন্টেইনার ট্রেনের দুটি ক্যারেজ লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস, নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে কর্ণফুলী মেইল, শ্রীনিদী স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
ভৈরব কর্মরত স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেনটি চট্রগ্রাম থেকে ভৈরব হয়ে ঢাকা যাচ্ছিল। ভৈরব এসে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি বলেন, ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। যতদ্রুত সম্ভব রেলযোগাযোগ স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি - 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com